সন্ধার তিমির এসেছে নিবিড় হয়ে
ভাবের সাগরে ডুব দেওয়ার কথা ভাবছি
পাতা খুলে দেখলাম সবুজ বাতি জ্বলছে
তাই জানার জিগ্যাসা মাথা চাড়া দিয়ে ওঠে
ইচ্ছেটা দিলাম ছুঁড়ে
ভালো মনে করলে উত্তর দিও
না দিলেও আপশোষ আর করিনা
সময়-টা যে গেছে হারিয়ে
তবুও প্রতিঃক্ষা ফাগুন শব্দটি ছাড়েনা আমায়
নিশিরাতেও,দীপ জ্বলে গভীরে।
---------------------------------------------
১২/২/২০২০
----------------------------------------
চাওয়া পাওয়ার হিসেব ভুলে
বসন্তেরই বাজুক বীণ
প্রেমের তরী খুশির তালে
উঠুক দুলে ধিনাক ধিন।
গোলাপ ছোঁয়া মিষ্টি দিনে
ঝড় উঠুক মনের কোণে
যাক হারিয়ে হৃদয় আকাশ
ভালোবাসার কুঞ্জবনে।
----------------------------------------
১৪/২/২০২০-অবুঝ মন-