আশা করেছিল কথা বলার জন্য
সম্মতি ও মিলেছিল তৎক্ষণাৎ
হঠাৎই ধেয়ে আসে হিমের পরশ
আশা চলে গেলো দূর নীলিমায়।
যদিও প্রতিশ্রুতিতে ছিল আলোর ছোঁয়া
অভিমানে তবুও, যে ছড়ালো ধোঁয়া
নীরবতার সুর ঝড় বাজলো বুকে-
আশা রইলো বেঁচে,কথা আর হলো না।
-----------------------------------------