৩৪১)
সভ্যতা যেমন থেমে থাকেনি ঠিক তেমন সৃষ্টিও--
তাই বলে ছবির চোরা চালান গুপ্ত অভিঘাত বড্ড বেমানান নয় কী?
যে সময় মর্গের পোস্টমর্টেম শেষ সেখানেও এতো বাঁধা!
নদী ব্যতিক্রম হতে পারে জেনে রেখো চাঁদ নয় এতোটা উদাসীন।
------------------------------------------
৩৪২)
যে সব এগিয়ে আসা স্মৃতি
চলে গেছে ধূসর বাঁকে
সেখানে অপেক্ষা যুগান্তর।
যে সময় গিয়েছে চলে
তা কি আর আসে ফিরে?
শুধু বোবা কান্না যা কিছু শুকায়
সে চিহ্ন চিরকালীন।
----------------------------------------
৩৪৩)
সেইতো আগুনের ব্যবহার
ঘাটতিটা ধরে রেখে চলে লেনদেন
শেষ আছে কি না ক'জন জানে?
বাকি তো থাকেই কল্পনাহীন আরও কিছু রং
সবাই দেখে মোমের গলন
জানে না অলিগলি ফুলকলি কতটা দূর্দম।
-----------------------------------------
৩৪৪)
হোক না গর্ভ সঞ্চারণ
কে করেছে বারণ?
ভেবে দেখো এখানেও--
খিদের সমাপ্তি নয়
শুধু যতো দোষ প্রাক্তনের ভূমিকায়?
---------------------------------------
৩৪৫)
ক্লান্ত যে মন খোঁজে সারাক্ষণ
জানেও না সে সময় আসবে কখন--
প্রশ্ন খোঁজা আছে কি বারণ?
যাক না যতোই ভেসে চাঁদের আলো
সাগর নিশ্চিন্ত আপন মহিমায়।
---------------------------------------
৩৪৬)
যতবার কাছে যেতে চাওয়া
ততবারই গিয়েছে সরে তটের সীমানা
শুধু বাতিকটাই এখনও অজানা!


এখন আবার একটা পাতাবাহার
হতে পারে বাতিকের আগুনেপনা
তবু জানা নেই এ কোন কর্তৃকারক?
-----------------------------------
-২৪/১১/২২-অবুঝ মন -