৩৪৭)
জাগরণ মঞ্চে গ্ৰহণ লাগার কারণটা কী?
যিনি সীতা তিনি তো নামে জানকী
বেড়াজাল বুনতে কি রাম কভু পারে?
নির্বোধ কথা সুখ ঝরে ঝরে পড়ে
তবু দেখো গল্পের অনুভূতি ক্লান্তি নিয়ে ঘুমিয়ে আছে!
------------------------------------
৩৪৮)
সৃষ্টি সুখের নেশার ঘোরে
প্রজাপতি যখন ভেসে চলে
কোন সে ভ্রমর তার সাথে--
মিলেমিশে এতো কথা বলে?
কত আনন্দ হিল্লোল ঝাড়
বুকের গভীরে বেড়ে ওঠে প্রতিক্ষণে!
জানে কী শ্রমিক মৌমাছি দল--
কেন যায় তারা মধু আহরণে?
--------------------------------------
৩৪৯)
ব্যস্ত ভিষণ কাজের মাঝে বললে কী আর সাজে
মন কেমনের পাতাগুলো গুমরে গুমরে কাঁদে
বললে কী আর আকাশ সমান বিশ্বাস কি জাগে?
আগুন রাঙ্গা ফনীর ফনা গল্প ভেবে দাগে।
---------------------------------------
৩৫০)
মিশ করাটা ভিড় জমানো,পাতায় থাক ভরা
হটাৎ করে উথলে ওঠে যায় না তবু ধরা
ভুক্তভোগী স্বাক্ষী যিনি নীরব স্রোতে ঢাকি
তবু ও না কী এখনো তার সার্জারিটা বাকি!
লঙ্কাবাটা ভুলে গিয়ে মরিচ গোলে জলে
শ্রাবণ ধারা নামবে কী আর দেখা করার ছলে?
-----------------------------------
-৩/১১/২২-অবুঝ মন-