৩৩৫)
সাধের রাজ-প্রাসাদে
ভাবনা নিয়ে যেটুকু পাওয়া যায়
সেটুকুই মহার্ঘ্য প্রবাল।
তুমি ফিরে গেছো বলে
চোখের কার্নিস ঘিরে
গড়ে কি ওঠে সহস্র জলপ্রপাত?
হয়তো বুকের বাঁপাশে তৈরি হয়
"দগ্ধ নিশিপদ্মের" ঝাড়
সে দাম ক'জন বা রাখে মনে?
অথচ শব্দ বাগিচায় ভিড় করে--
অসংখ্য কাব্যরাগ স্নিগ্ধ অস্তরাগে।
--------------------------------------
৩৩৬)
যাবো বলে গেলো কি না?খোঁজ করা হলো না
ভাটা টাই চোখ টানে বোঝে না সে বোঝে না!
চাল নেই যেখানে স্রোত ছিলো ঝলমলে
বাসাতেই যতো গোল পোকা লাগে ফুলেফুলে!
বদলের এ কী রূপ সাগরেতে দোলা নেই
ঐ চাঁদ ডুবে যায় আলেয়ার রূপেতে।
--------------------------------------
-১৯/১/২০২২-অবুঝ মন