৩৩৯)
হয়তো বা আগামী প্রজন্মের শোনিত প্রবাহ
থালি ভরা এজলাস,ভালোবাসার শীর্ষে অবস্থান
কলাপাতা রঙ নয়নাভিরাম,বৃথা কায়িক শ্রমের মানসিক ভ্রম
সভ্যতার নিদর্শন এভাবেই অহরহ এগিয়ে চলে!
আসলে রক্তলেখা দাগ বলে যদি কিছু থেকে থাকে-
তা যার যার একান্তই ব্যক্তিগত।
-------------------------------------
৩৪০)
সময়কে সঙ্গি করে অনেকটাই এগিয়ে গেছো
বাতাসের কথা গুলি মনে আছে কি?
দেখো চেয়ে কত স্বপ্নীল জনপদ তাকিয়ে আছে
সত্যি কী পাঁচিল ভাঙাতে পুরোপুরি নিয়েছো বিশ্রাম?
রাত্রির কোমল গান্ধার ছেড়েই দিলাম
দিনের প্রথম আলোয় ভ্রমর কী থাকে থেমে?
নাই বা থাকলে ছুঁয়ে,কিঞ্চিৎ দশমিকের ব্যবহার হতে তো পারে।
--------------------------------------------
৮/১১/২০২২-অবুঝ মন -