।।অনুকাব্য-প্রেমের তরী।।
                 ।।নরেশ বৈদ্য।।
-------------------------------------
তরী চায় ডুবে যেতে-গোলাপের সীমাহীন অবহেলায়।
ভাঙা শাঁখা যায় না জোড়া-এ যে বিধাতার অপরূপ খেলা।।
মেঘ ভাঙা রোদ্দুর দেয় বুঝিয়ে-জীবন-টা সোজা নয় বন্ধুর।
ভালো বাসার বাগিচায়-জল থৈ থৈ-সাতটি সমুদ্দুর।।
--------------------------------------
১৫/৬/১৯