২৫৮)
তোমার সময় কালে
ও শহর ঘুমালো বলে
ধেয়ে এলো অন্ধকার!
এ কেমন অদ্ভুত বিচার?
সেই তো আবার
ডাক দিয়ে গেলো বারে বার
আলো জ্বালালে না আর!
প্রজাপতি প্রজাপতি--
এ পথ খুব কি চেনা তোমার?
---------------------------------------
২৫৯)
ফিরে আসা দেখে কখনো হয়নি মনে
ঘুম জড়িয়ে ধরবে।
যেটা জানা গেলো ঐ পৃথিবীতে
আরো একজন রয়েছে দাঁড়িয়ে!
ভেসে গেলো চাঁদ ম্যাগমার গলিত প্রভাহে।
-------------------------------------
২৬০)
তোমার জীবন পূর্ণিমা-রাত নতুন কোনো সুখের ভোর
আমার জীবন কাল নিশিরাত ঘনঘোর দুর্যোগ
তোমার চোখে জড়িয়ে থাক সবুজ সকাল মিষ্টি রোদ
আমায় ক্ষেতে ছড়িয়ে আছে রাতের ঘর ঠান্ডা বরফ!
বলো কি বলবে বলো?
----------------------------------------
-২৫/১১/২০২১-অবুঝ মন-