205)
দূরে যদি যাবে চলে কেন কাছে আসা?
কি পরবো বলাতে ও ছিলো না ভালোবাসা?
লাল জবা জেগে যদি থাকে রুমালে
হাতে হাত রেখে কেনো গায়ে জড়ালে?


আগুনে ধামাল প্রকাশ সত্যি কি কিছু নয়?
একই নদীর দুটি ধারা প্রবাহ গঙ্গা বয়
কূল ছেড়ে অকূলেতে যেতে কোনো বাঁধা নেই
মৌমাছি ফিরে এলে ভ্রমরী যে কে সেই!
---------------------------------------------
206)
এক আধটা নিশিযাপন হয়েছে পার
নিয়মের ধারাপাতে এসেছে সকাল
বন্ধ কি হয়েছে পাতার চলাচল?
প্রশ্নটা আজো মুক্তির অপেক্ষায়
এর মানে এই নয় ঘুমের দেশে
চাঁদের সকল খবর তলিয়ে গেছে।
---------------------------------------------
207)
ঘর বাঁধা হয়নি বলে কি যোজন রেখায় এতো গোলযোগ?
দেখো চেয়ে রাতের আকাশে ও কৃষ্ণচূড়া তারাদের ভিড়ে যায়নি হারিয়ে
সেখানে ও অনন্ত প্রেমে মগ্ন রাধা হলুদ রঙা আঁচল বিছায়ে দিয়েছে!
আসলে ছায়া কায়া মায়া জীবন সোপান আলেয়ার আলো দেখেনি কখনো।
---------------------------------------------
-২৩/৪/২০২১-অবুঝ মন