243)
ওপার থেকে এলো খবর
এই চিঠিটি আজকে এলো
আসবে তুমি সমারোহে
জেনেই বলে এবার চলো!
চলন বলন এমন ধরন
জোর কদমে ছুটছে জোরে
অলীক শহর আর কী করে
তাকিয়ে থাকে নেশার ঘোরে!
-------------------------------------
244)
অব্যক্ত রাখলে হয়তো কিছুই হতো না জানা
মনের জানালায় থাকতে পারে এতো পরিকল্পনা!
নতুন বাতাসের মতো--
সরল বিশ্বাসের ঘটা করে হলো আয়োজন
সেই সাথে ভেসে এলো এক আকাশ মধুর বচন
মনে হলো এই বুঝি চকমকি আলো ছড়িয়ে গেলো
আবার কিছু বুঝে ওঠার পূর্বেই,
আচমকা ডিভোর্সের নোটিশ ও পাঠালো!
--------------------------------------------
245)
যে ঘাটে বন্ধন টানে
সেখানেও বিচ্ছেদ অভিযান
গুন নয়,জুলজুলে ধারে ভারে কাটে সব।
এই যে সংসার সেখানেও ফিকে রঙ!
মন নয়,যন্ত্রের তালে তালে পথ চলা
তা সে ফিরে আসাই বলো--আর এগিয়ে আসা
নোনা ঢেউ আর ঢেউ গোনার নেই যে বিরাম!
--------------------------------------------
246)
যে ছবি জ্বলজ্বলে
সকলে তা চিনে ফেলে
যে ছবি মোড়কে ঢাকা
কে বা বলবে বাঁকা?
যে ছবি হৃদয়ে আঁকা
চুপি চুপি যায় দেখা
যার ছবি তারই আছে
বলবে না এসো কাছে।
---------------------------------
247)
ঘরে বাইরে স্বপ্ন ছিলো
এখন সে আশায় পূর্ণ জোয়ার
বোকা চাঁদ থাকে না পাহারায়!
উপচে পড়া আশাতীত আলো
দোষ থাকলেও তাতে কি?
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে!
ফলে প্রশ্নের দরকার পড়ে না
ফুলের রক্ত কেমন এ প্রশ্ন থাক
ভ্রমর আসে আর যায়!
----------------------------------------
৬/১০/২০২১-অবুঝ মন-