২৯৪)
শব্দ শুনে
হয়েছিলো মনে
বদলে গেছে কাল
কথা চালাচালি
সুধা মধু ঢালি
গল্পের এ কি হাল?
হাল ধরে কষে
মাঝি আছে বসে
ছিঁড়ে গেল চেনা পাল!
------------------------
২৯৫)
ছিলো বা বলি কেন?
আছে সে দূর শহরে
এখনো না হারিয়ে
রয়েছে মনের তীরে
খুঁজি যে রোজ তাকে
আকাশে তারার ভীড়ে
তবু সে দেয় না সাড়া
সারাটা ফাগুন জুড়ে!
---------------------------
৬/৪/২০২২-অবুঝ মন -