২০১)-
মৌ জমেছে বললে যেদিন ফাগুন বনে
ফুলের ছোঁয়া ভেসে এলো অবুঝ মনে
চলার পথে বৃষ্টি ভেজা শ্রাবন দিনে
কথা হলো দেখা হবে মিলন স্থানে
উঠলো ঢেউ উথালপাথাল চাঁদের দেশে
পথের সাথী হারিয়ে গেলো অচিন বেশে
নিশিপদ্ম রইলো জেগে গোপন কোণে
কি যে কারন এমন খেলার কে বা জানে?
---------------------------------
২৯/৩/২০২১-
---------------------------------
২০২)-
এক সমুদ্র ভালোবাসা আশা করা--
তা যে নিছকই কল্প সাগর
আগুনের ব্যাবহারে তলোয়ার ধার
নেই তাই আজ কোনো সুখ পারাপার।


প্রজাপতি হতে চাওয়া কিছু ফুলদল
ডানা মেলে রেখে যায় বিষাদ আঁচল
বেদনার এ কী রঙ--নরম কোমল!
বুকের ভিতরে বসত উদাসী বাউল!
--------------------------------------
৪/৪/২০২১-অবুঝ মন-