পীরিতের নিশি ডাক কবরের হাঁসফাঁস
সেখানে বেঁচে থাকা এটা কি স্বপ্ন নয়?
এরপরেও নেকড়া জড়ানো!
কুঁজোর চিত্ হয়ে শোয়ার মতন
ঢেউ চলে গেলো বলে এই নয় বেলা ভূমি হয়ে গেছে শেষ।
------------------------------------
না কোনো আকাঙ্ক্ষা না কোন আকর্ষন
তবু কিসে এতো জেগে আছে তার প্রতিটান?
তাকিয়ে পথের বাঁকে চুপে চুপে ক্ষয়ে যায় মন।
ঝিরিঝিরি হাওয়া এসে বারে বারে দোলা দিয়ে যায়!
হে দয়াল বিচার করো--এ পথের শেষ কোথায়?
---------------------------------------
১৬/৫/২০২১-অবুঝ মন-