২৭১)
এই তো সেদিনও,একটা হাতুড়ি পেটানোর আওয়াজ শুনতে পেলাম
পেরেক চিৎকার করছে একটু তো বিশ্রাম নাও
কথা বললে কথা তো বলতেই হয়,কিন্তু নির্বাক কি কোনো কিছু নয়?
জানি পৃথিবীর ঘূর্ণন বর্তমান,শুধু বদলায় সময় আর ঠিকানা।
-------------------------------
২৭২)
ভেবে ছিলাম এখনো আছে
সেই পুরোনো পাখি
তা না হলে কী বিভোর স্বপ্নে
এতো হতো ডাকাডাকি!
না ছিলো কোনো বেড়াজাল
না ছিলো পোষাকি আবেগের ঢেউ
নিজস্বতার এমন চলন বলনে
বাঁধা তো দেয়নি কেউ
কি করে জানবো?সে স্রোতেও--
লুকিয়ে কিং-কোবরার বিষাক্ত ছোবল!
--------------------------------------
২৭৩)
ব্যাখ্যা যেমনই হোক
সকল মাতৃ শক্তি বাসার সমান--?
তাহলে জাগ্ৰত চারশো আটানব্বই--?
পৌরুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ কি নেই?
হিমবাহ দেখেছি কতো
--গাঁ উজাড়ের গল্প এতোটাই জরুরী!
সামান্য বিচ্যুতির প্রয়োজন হলো বা কেন?
------------------------------------
২৭৪)
মূল্য বোধের উদয় হতেই এলো চলে আর এক চুলো
পাখিটিও উড়তে উড়তে যেথায় যা পায় খেয়েই নিলো
শেষে কী না ভুলেই গেলো একের পর এক দৃশ্য গুলো
অথচ সময় ধারার এমন স্রোতে আজ সেখানে জ্বলছে আলো!
---------------------------------------
৫/১/২০২১-অবুঝ মন-