261)
ঠিক প্রচেষ্টা নয়
বলতে পারো পলাতক পাখিটিকে খুঁজে পাওয়ার আশা
সেখানে অনন্ত প্রেমিক হয়ে জেগে ওঠা সত্যি কি দোষের?
আজো পাখিটি উড়ে চলে বসন্তের কোকিলের মতো
শুধু মমতাজ হয়ে উঠতে পারেনি এখনো!
------------------------------------------
262)
এই তো সেদিন বলেছিলে আমার না প্রদোষ কাল
সেই শুনে আমি তখন ছিটিয়ে ছিলাম কয়েক ফোঁটা গঙ্গা জল
হলুদ রঙের গ্ৰাউন পরে
আসলে তুমি পথের পরে
মনে পড়ে এরই পরে মেখে ছিলাম উষ্ণ সাগর স্রোতের ঢল।
----------------------------------------
263)
ছিন্নমূলের জেরে যে পাড়াটা স্তব্ধ নির্বাক
সে কেন বা বয়ে বেড়ায় নির্মম দায়?
শুধু কিছু কবিতার আশায় না কি অলীক প্রত্যাশা?
জেগে যে ঘুমায় তাকে ওঠানো-------!
ভুলে যাও  ভুলে যাও।
----------------------------------------
৩/১২/২০২১-অবুঝ মন-