২৩৮)
বিনি সুতার মালা ছেড়ে
কী যে বল পারছি না আর!
মন কেমনের বাতাসটুকু
এরপরেও জায়গা কি পায়?
যতোই দেখাও শান্ত আকাশ
মেঘ দেখেছি ঐ শরীরে
সময় হলেই ঠিক প্রহরে
নামবে আঁধার উঠোন জুড়ে।
--------------------------------------------
২৩৯)
বোবা হলে আর কি বা বলার থাকে?
শব্দ মোছড় সে তো অনাবিল ঢেউ
একবার বাঁধা পেলে জানবে কি আর কেউ?


ঐ যে দূরে ঢেউয়ের সারি যেথায় গিয়ে মেশে
অনন্ত প্রেম এমনি করে বৃন্দাবনে ভাসে
হতে পারে কারোর চোখে বিশাল প্রাচীর ঘেরা
আগুন হাওয়ার দাপান স্রোতে ফুটলো অবাক তারা!
---------------------------------------------
১৬/৯/২০২১-অবুঝ মন-