224)
এখন আর আগের মতো কোকিল স্বর যায় না শোনা
হিমসাগরের প্রকাশ সীমা সারা আকাশ করেছে পার!
প্রজাপতি ডানা মেলে উড়ছে কোথায়?
ঐ তো দূরে পলাশ বনে রঙের মেলা
তবু কেনো প্রনয় কথা হলো যে শেষ?
বন্ধু হয়ে থাকার কথায় নেই তো মানা
টুপুস জল ঢেউ খেলে যায় চোখের পাতায়!
--------------------------------------------
225)
যে দেহে আগুন ঝরে
সেখানে তির্যক ঢেউ খেলে
কিভাবে ভেসে আসে মরুভূমি দুচোখের গভীরে?
দেহ পুড়ে ঝারখার
আর নেই দরকার !
অসহায় প্রেম আসে ফিরে বার বার!
স্মৃতির পাতা গুলি পতপত উড়ে চলে
পথের বাঁকেতে কেনো আলেয়ার আলো জ্বলে?
---------------------------------------------
226)
প্রবাহিণী যেখানে গেছে মরে
সেখানে মাছ কি সাঁতার কাটতে পারে গভীরে গভীরে?
অথচ ভেজালের রমরমা আজো পাতাঝরা সংসারে!
তবু কেন যে বলতে পারি না
যা যা বেহায়া পাখি উড়ে--দূরে দূরে।
------------------------------------------
-১১/৭/২০২১-অবুঝ মন-