পাথরের বুকে লিখে নাম
খুলে দিলে নতুন খাম!
খুব বেশি কিছু চেয়েছি কি?
শুধু তো চেয়েছি একটু কথার দাম।
ভেবেছো কি এ বাজারে একটু লাগিয়ে বাম
ভোলানো এতোটা সোজা প্রথম নিয়ন আলোর নাম।
ঐ শোনো ভেসে আসে
'শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়'।
----------------------------------------
-১০/২/২০২১-
-------------------------------
শীতের চাদর মুড়ি দিয়ে গায়ে
জোছনা মাখার অভিপ্রায়
এ তো ঘন আবেগের বরিষণ!
যদিও সত্যের নিরিখ বড় অস্থির
আগে এসে পিছে মোড়
কচুরিপানার অদ্ভুত আয়োজন!
---------------------------------------------
-৮/২/২০২১-
---------------------------------------------
তুমি যখন জুড়ে দিলে নতুন নাম
প্রেম নয় শূন্য স্থান
তখন তোমার জন্য মরি মরি
কিংবা শহরের বুক জুড়ে দেখা দিতে পারে মুদ্রাস্ফীতি
এ কথা আর কি বলতে পারি?
সাজানো রইলো গুল মহরের গুলবাগিচায়
শত শহস্র টুকরো স্মৃতি
তার মানে এই নয়,এটাও রঙ-মেলান্তী আতসবাজি
আসলে ডিগবাজি খেতে শিখেনি কখনো।
---------------------------------------------
৯/২/২০২১-অবুঝ মন-