অনুরোধ ও বলতে পারেন
-------------------------------------------
আমার এ আহ্বান কারো ভালো লাগতে পারে আবার নাও----
তবু "ভিতর ঘরে ভীষণ তোলপাড়"


অনেক তো হল,আর কত?
লুকিয়ে ঘরের কোণে কী পাওয়া যায়?
আসুন না নিজেদের অধিকার বুঝে নিতে--
শাসকের চোখে চোখ রেখে,হাতে হাত রাখি সবাই
জেনে রেখো শাসক কখনো কারো বন্ধু নয়
এখনো চেতনার গভীরে একটুওও--লাগে না আঘাত!
অসুখের চাদরটা কি এতোটাই জমজমাট?
যদি আগামী বলে কিছু থেকে থাকে,
যদি তাদের কোষাঘাতে নিজেদের জর্জরিত হতে না হয়
আসুন না এ মিছিলের ভিড়ে ভরা আউসের ক্ষেত ভেবে হারিয়ে যাই।
------------------------------------------
ভাবছো ভাবো
----------------
ভাবছো ভাবো বেশ তো আছি মরুক ওরা লড়াই করে
জেনে রেখো উড়ছে ধুলো মুখের পরে আসবে ফিরে
সিধু,কানহু,ঝাঁসির রানী--এ জগতে হয় না সবাই
ময়লা গুলো বুঝবে কবে কোনটা আসল বাঁচার লড়াই?
তবু সবার ডাক দিয়ে যায় সহিদমিনার হোক অসহযোগ
যাক উড়ে যাক কাদা সমেত ডিজিটালি সব যোগাযোগ
কালী,খ্রিষ্ট,আল্লা--জানিনে তবু দেখলাম আগুন চোখে
অগ্নি পথের দীপ্ত শিখা কেমনে ছড়ায় দিকে দিকে--
------------------------------------------
১৭/৩/২৩-অবুঝ মন-