ঘন সবুজ বনানীর মাঝে
দাঁড়িয়ে যে আছে এক নীল গাই
হরিণীর মতো অপরূপা সাজে।


ঠিক তখনই নীল দিগন্তের
আগুনের আলোকমালা
ধেয়ে আসে ধীরে পৃথিবীর পরে।


থর থর করে কেঁপে ওঠে বন
চারিদিক পানে জাগে শিহরণ
বসুন্ধরার বুকে লাগে কম্পন।


হঠাৎ শুরু হয় ঘন বরিষণ
শনশন হাওয়া বহে অনুখন
বনানীর মাঝে কিছু দেখা নাহি মেলে


অনুভবে লাগলো যে দোলা
সৃষ্টিকারী করছে যে খেলা
নানারূপে- নানা সাজে।
--------------------------------------------