।।অপেক্ষার কালবেলা।।
------------------------------------------
অনুরোধের শব্দ ব্যঞ্জনা মৃত কফিনের রঙ ছুঁয়ে যায়
অনুরাগের না থাকা শরীর জুড়ে চুপি চুপি কথা রাখা খেয়া বায়
চাতকের বুকে যে পাথর সুনামির বহ্নিশিখায় বেঁধেছে বাসা
সেখানে আজ পূর্ব রাগের চকিত চাহনি খোলা চুলের সন্ধানামা বৃথা আশা
বদলে গেছে গোলাপের শখ প্র্যাকটিক্যালি টিকটক হয়েছে চেনা
জানি তো উড়ে যাওয়া পাখিটিকে ঘিরে মৃত্যু মিছিলের ঘরে বসে স্মৃতির প্রদীপ জ্বালানো ছন্দপতন স্বান্তনা।
-------------------------------------------
--৮/৯/২০২০-অবুঝ মন-
-----------------------------------------
     ।।তুমি আজ কত দূরে।।
-----------------------------------------
বেড়ার কথা যদি বলতেই হয়
নির্মাণে তুমি আজ হয়েছো সেরা
শরতের আকাশ জুড়ে যতই বাজুক সুর
সহজ নয় সেখান থেকে ফেরা।


অথচ গুন গুন করে ভ্রমরাযে ওই
কথা দিলাম খেয়ায় ভাসে তোমার আমি নই
হাহাকারের কোলাজ ঘিরে বিষাদের ছায়া
বুকের গভীরে আগাছা গুল্মের গভীর মায়া
স্নিগ্ধ শিশিরের বুকে এ কি রং খেলা করে?
"তুমি আজ কতো দূরে--তুমি আজ কত দূরে"!
-------------------------------------------
-৬/৯/২০২০-অবুঝ মন--