**অপূর্ব সত্ত্বা**
-------------------------------------------
ঠিকুজি বদল হয়েছে সেই কবে
ছোটো ছিলো ভেবে কুলীন স্রোতে আলোকবর্ষ দূরত্বের প্রশস্ত পর্দা টান!


সেই থেকে দেওয়াল লিখন বন্ধ,যদিও বিবর্তনের হয়নি বিরাম
কালের এ কী নিয়ম ফুটে ওঠে সুভাসিত স্বর!


হৃদপিন্ডের অবাক নাচন মনোলোভা ঝড়,আবারো হারিয়ে যাওয়া শব্দ ব্যাঞ্জন অলীক স্বপন
তবুও না কী সমানে আজো মুছে চলে আয়না!


এ পথে ধুলো লাগাবার যদি এতই শক থাকতো--বাগানের গোলাপ কুঁড়িকে যেতো বাদ?
তাই স্বপ্ন চুরমার হলেও নিঃশ্বাসে লেগে আছে হারানো সে রঙ।
---------------------------------------------
          -২৮/৪/২০২১-অবুঝ মন-