আকাশে তারার ভিড়,সাঁঝের সন্ধ্যা প্রদীপের ও আনাগোনা শেষ
কিড়িং কিড়িং ঘোরের বিকাশে মাতোয়ারা মুঠোফোন
বাদ কি সেধে ছিলো খোলা জানালায় চোখ রাখা ভেজা মন?


চারিদিকে থিকথিকে ভিড়,কৌতুহলী সুৎ সুৎ চোখ
ঠিক যেভাবে হায়নার দল তাড়িয়ে বেড়ায় একলা পেলে
শব্দ ব্যাঞ্জনে সামান্য চিটচিটে ফ্যানা-ক্যানসার হয়েছে ধরে নিলে!


মাত্র একটি দিনের বাঁক ঘিরে দিলে তো পাতাটি একেবারে মুড়ে
হৃদয় থেকে পেরোছো কি বলতে 'যা যা--বেহায়া পাখি উড়ে'
একটি বার ভেবে দেখলে না,জানলেও না কি ভীষন ঢেউ ছিলো ওখানে!


আর কি লাভ বলো এসব জানিয়ে?দোলা বৌদি ও নেই আজ এখানে
মৃত্যু ও হয়েছে সেই কবে চিরপরিচিত ডাক চিঠি খামের
কি হবে আর প্রেসক্রিপশনের পেনকিলারের রস টেনে?
---------------------------------------------
৫/৫/২০২১-অবুঝ মন-