।।আর কিছু বলার নেই।।
‌         ।।নরেশ বৈদ্য।।
------------------------------------
বাঁধবো বললে কি বেঁধে রাখা যায়?
যেখানে যুগের ছোঁয়াচে আধার
ধরে নিলাম পুরনো সমুদ্র,সৈকত টাও চেনা
তার মানে এই নয় চশমাটা গেছে খুলে
এলো বলে বেড়ি পরিয়ে দিলেন
মরন দশা,এ যে স্মৃতির স্খলন!
চারমিনারের সাদ যদি ভোলা সহজ হতো
মুখ ঢাকতো না বিজ্ঞাপনে।
----------------------------------
১৮/৫/২০২০ -অবুঝ মন-
----------------------------------
।।রক্ষা করো।।
        ।।নরেশ বৈদ্য।।
---------------------------------
আসছে ধেয়ে পবন উমপুন
শন শন সুরে কাপে যতো বন
থর থর করে কাঁপছে ভুবন
মেঘ-মল্লারে আষাঢ় শ্রাবণ
গুরু গুরু সুরে পাড়ে গর্জন
ঝর ঝর করে ঝরে বর্ষণ
ফুলে-ফেঁপে ওঠে উছল প্লাবন
হারায় কোথায় তীব্র দহন?
প্রমাদ গোনে পৃথিবীর জনগণ
রক্ষে করো হে প্রভু গোবর্ধন।
---------------------------------
২০/৫/২০২০-অবুঝ মন-