উদাসীন পালে হাওয়া লাগিয়ে
পার হয়ে যায় কত শত অনায়াসে,
কথায় তারা ভেকধারী
কর্মস্থলে বকবকি- রকমারি।
আহা! কি যে করি-
কি যে করি?
যেন তামাশায় ডুবে মরি,
কেবলই ডুবে মরি।
লাঙ্গলের বোঝা কাঁধে লয়ে
বাঁধার প্রাচীর ভাঙতে হবে,
কর্তব্য কে সঙ্গী করে--
অরাজকতার মধ্য দিয়ে।
এরই নাম স্বপ্নের পথে চলা!
আর একা একা কথা বলা।
---------------------------------------