উজান স্রোতের বিপরীতে
ক্ষয় হওয়া সোহাগী আদর
বিমর্ষ ধারায় যখন প্রবহমান
স্মৃতির বিকেল বেলা বাড়িয়ে ছিলো হাত
আবেগ ঘন স্মৃতি বর্ষনে
মায়ার চাঁদোয়ার স্বর্ণাভ ছবি এঁকে
একে একে খুলে পড়ছিল পুরনো চাঁপগুলি
উচ্ছল আলোকে ভেসে।


খরার বুকে নেমে ছিল ঝিরিঝিরি ধারা
অলীক সুখের বিলাসী ফাগুন দোলা
আর সদ্যোজাত কল্পনা মেলেছিল ডানা
ভাঁড়ার ঘরের বিভোর স্মরণিকায়
শেষমেষ ভেসে এলো কাগজের নৌকা
তীরে এসে কুড়িয়ে পেল কফিন বন্দি লাশ।
------------------------------------------
২/১১/১৯--অবুঝ মন--