।।আষাঢ়ের সুখ স্নান।।
-----------------------------------------
সেই আষাঢ়ে বর্ণাঢ্য গল্প
নিস্তব্ধ পৃথিবীর বুক জুড়ে
চাটার অলীক কাহিনী
অনুরণন না আগুনের সূত্রপাত
দপ করে জ্বলে ওঠে
হারায় যাঁতাকলের কারবারে।


আর কি কি করবে বলো?
মৃত শব্দের খোঁচা আন্দোলন
ঠিক আছে এই হাত ছুঁয়ে বললাম
সত্যির পর্দাটা রঙিন ফাঁফর
পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ-
সন্দীপন,এবার করো ব্রহ্মচর্য পালন।


দেখার নিমন্ত্রন হিম ঘরে ঠাঁই
ফিরে গেছে ঘরে ন্যানোর জনক
নতুন স্বাদে আলোকিত কোল
ফানুস উড়ছে জানালায় পতপত
ভাবনাটা মন্দ নয়-
খই ছড়িয়ে মেলে সুখের রসমালাই।
----------------------------------------
১১/৭/২০২০-অবুঝ মন-
----------------------------------
এমন কেন করলে বলো?
------------------------------------
আপন করার আলো জ্বেলে
দূরত্বের বাঁধন ঠেলে
যেই না হাত বাড়িয়ে দিলে।


ভেবে ছিলাম দূর হয়েছে
ব্যথার ঝরা হারিয়ে গেছে
মুক্ত মনে ডাকছো কাছে।


কিন্তু সে যে অলীক স্বপন
ছিঁড়ে গেছে সে তার বাঁধন
প্রেমের তরীর অবাক নাচন।


খেয়ালি পনার ডানা মেলে
নীরব খাতার পাতা খুলে
ফিরে গেলে যেথায় ছিলে।


সত্যি কি দরকার ছিলো?
কেন এমন ভাবনা ছুঁলো?
শাস্তি আবার দিতে হলো!
-----------------------------------------
৮/৭/২০২০-অবুঝ মন-