।।আসবো আর এক দিন আজ যাই।।
------------------------------------------
তুমি যে বললে আগুনে তাতে না শরীর
তাহলে ওই যে কাটা ছাগলের দোদন্ড ছটা-ওটা ছিলো কি বাতাস পরী?
এই যে গলে যাওয়া লাভার গলিত প্রবাহ
এ প্রদাহে অন্ধের চোখ ও জ্বলে
সেখানে দীর্ঘদিনের সাধনা রুদ্রের ঝলসানো তেজ--এতো সহজে কি নেভে?
এর পরেও তুমি কত দ্রুত জলের স্রোতে মিলিয়ে গেলে!
তা যে যুগের শাশ্বত ঢেউ সতী সাবিত্রী,বেহুলা-রেখে গিয়েছে চলে
বাকি পথ তা যে ভীষণ কঠিন টিলা পেরোবো কি করে?
সেটাই লাখ টাকার বাজেটের আকারে সামনে দাঁড়িয়ে।
এই উপবাস আর কাঙ্খিত দহন ভবনের ছবি একসাথে মিলিয়ে দেখো পারো কি না কিছু দিতে
বাকি কথা থাক"আসবো আর একদিন আজ যাই-----''।
------------------------------------------
।।এই পথে যাই ভেসে।।
-----------------------------------------
কঠিন সংক্রমণ এড়িয়ে
জেনে নিতে পারতাম
উজ্জ্বল উপস্থিতি ঘটছে কি না?
সময় যে ছিলো না
এ কথা না তোলাই ভালো
বরং গতিশীল গতিজাড্যর অভাবে বন্ধ কারখানা
আসলে ফতুরের ইতিহাস সীমা ছাড়িয়ে
লুকিয়ে গেছে কথার ভেতর
এটুকু সামাল দেয়ার জন্য
বুকে না হয় থাকলো বেঁধে অসংখ্য সেলাই।
------------------------------------------
‌‌    -৫/১০/২০২১-অবুঝ মন-