একের পর এক নিভছে বাতি
না আছে রবীন্দ্রনাথ না আছে নজরুল--
সময় সুযোগে স্তাবকের দল
ভিড় জমাচ্ছে বোকাবাক্সের সামনে
দেখছে রক্তচোষকের ভয়ঙ্কর ত্রিশুল
তবু তারা গুনগানে একটুও করছে না কশুর!
এরপরেও বলবো আমরা মানুষ?
শোনরে পিশাচের দল এবার বেরিয়ে পড়
চেয়ে দেখ গ্ৰামে-নগরে কাঁদে--ওরা কারা?
ওরা যে সন্তান সন্ততি হারা
"জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী"
তোমার আমার স্নেহময়ী জন্মদাত্রী মা।
--------------------------------------
৬/৫/২০২২-অবুঝ মন-