প্রদীপের তলে জমেছে
ঘন মেঘের চাদর
যেন সর্বগ্রাসী দানব
দাঁড়ায়ে দুয়ারের অদূরে
নিয়ে যেতে চায় কেড়ে
প্রাণ ভোমরা হৃদ পিঞ্জর খানি।


চিৎকার করে দিই বুঝিয়ে
বাঁচতে চাই, বাঁচতে চাই
আরো ,আরো অনেক সময় ধরে
এই তিন ভুবনের পারে
তখনই চলে যমে আর
মানুষের টানাটানি।


দূর থেকে নিরবে
এইসব দেখে হাসে অন্তর্যামী
হঠাৎ বাতাসেতে ভেসে আসে
আদেশের সুরে
দাও, দাও ,ছেড়ে দাও ওকে
ফিরে চলে যাও যম পুরে।


আবার আসবে ফিরে
বার্তা পেয়ে -সময় হলে
দাউ দাউ করে জ্বললো প্রদীপ
সরে গেল মেঘের চাদর
ঘরের চারিদিকে কেবলই আলো আর আলো
প্রাণেতে দানবের ভয় দুর হলো।
-------------------------------------------