কাছে পেলে সব কথা কি
যায় গো বলা সহজ করে?
মগ্ন প্রেমের গোপন কথা
যায় হারিয়ে কোন সুদূরে।


রং মাখানো চশমা পরা শব্দগুলি
মাথার মধ্যে সব-সময়ই ঘোরে ফেরে
অনুরোধের মন ভেজানো বায়না গুলি
হঠাৎ হঠাৎ ফুড়ুৎ ফুড়ুৎ যায় উড়ে।


এরপরেও তকমা জোটে পাগল বাঁশি
চুপটি করে প্রতিশ্রুতির বরণ ডালায়
মাঝ আকাশে মেঘের ভেলা জমাট বেঁধে
অভিসারের ভাবনাগুলি মুখ লুকায়।


সপ্তডিঙা সও-দাগরের স্বপ্নগুলি
হৃদয় মাঝে তারার মতো ভিড় জমায়
দেখা হবে এই কথাটি ভেবে ভেবে
মাঝ নদীতে ব্যথার ঝরায় কুল হারায়।


তবু যেন আশার আলো হৃদয় মাঝে
গাংচিলের-ই শক্ত ডানায় ভিড় করে
বিশ্বাসী মন চায় যে পেতে, মনের মানুষ
ভালোবাসার ঘুম ভাঙ্গানো স্বপ্ন নীড়ে।
---------------------------------------------১৭/৪/১৯