মন ছোঁয়া মুগ্ধতায় নির্জনতার চাদরে মুড়ে
তোমার হারানো কথার সোনালী আতর মাখি
ভুলে যাই তুমি দূরে আছো
প্রতীক্ষার দিগন্তে নতুন আশার আলো জ্বেলে।


তাকিয়ে থাকি বাইরের আকাশের দিকে
প্রশ্নের একরাশ ডালি নিয়ে
সব কথা কি মিশে গেছে
খেলাপি মায়াময় মারীচের ছায়া শরীরে?


আমৃত্যু তোমাকে রাখবো মনে
অক্টোপাসের দেহে জড়িয়ে গেছি যে
তুমিও রাতের তারার মত লুকিয়ে আছো
বৃষ্টি ভেজা দিনের আলোর গভীরে ‌।


তাই জানার জিজ্ঞাসায় আজও,তোমাকে ধরে রাখি
কারন সময়ের কাছে আমি বড়োই অসহায়
কান পেতে রই উথালপাথাল ঢেউয়ের স্মরণিকায়
শুধু তোমারই, শুধু তোমারই সত্য জবাবের প্রতীক্ষায়।
---------------------------------------
২২/১০/১৯-অবুঝ মন-