প্রতীক্ষার পারদ চূড়ান্ত সীমা--
অতিক্রমের লক্ষ্যের দিকে চলছিল
হঠাৎই, আলোর পথ বাঁধা হয়ে দাঁড়ায়
নেমে আসে আলো-ছায়ার ঠিকানায়।


স্বপ্নরা জেগে ওঠে ধীরে ধীরে
মৃত সঞ্জীবনী সুধা কাছেতে পেয়ে
তবে ,ভাষা ডানা মেলতে পারেনি
গভীর জীবন বোধের কারণে।


এমনই ভাবে সময় হারায় পথের বাঁকে
কথা লুকায় অন্তরের আকাশে--
প্রতিক্ষার পারদ  নতুন আশা ভরসায়
হাতে হাত রেখে বিদায় জানায় সঞ্জীবনী সুধাকে।
-----------------------------------------------