নিয়মের নিয়ন আলোয় সংখ্যার পরিবর্তন
সময়ের দেওয়ালে চোখ রাখি
ভেসে ওঠে বাহারি ক্যানভাস ঢেউ
রং মাখা বর্ণের জ্বল জ্বলে সাজি
নকশিকাঁথার মাঠের কথা মনে পড়ে গেল
স্বাধ হলো সূচনার প্রভাব মুখে ঘুরে বেড়াবার
মুদির দোকানির ন্যায় হিসাব মেলাতে বসি
দিনশেষে চোখ আঁটকে গেল
তোমার আঙিনায়,শুন্য পাতায়
অবহেলার কি সুন্দর টান
অনাবিল অনাদর শ্যাওলার মতো নীরব
নৈঃশব্দের ফোঁকর গলার নেই কোন স্থান
মহাসমুদ্র উত্তাল হয়ে সজল বারি ধারা ঝেঁপে আসে
হিয়ার মাঝে ফুলে ফেঁপে ওঠে জমাট অভিমান
মাপার মতো মন কোথায়!
মৌন আকাশ তলে স্বপ্নের অধরা চাঁদ
সত্য সুন্দর,অনুভূতির পায়রা ওড়ে
আর সুখ পাখিটি,পিছল পথে ডানা ঝাপটায়।
-------------------------------------------
০৩/১/২০২০-অবুঝ মন-