ইতিহাস কি কথা বলে?
সেটাকে কিছুটা হলেও--মান্যতা না দিলে কি চলে?
সময়ের ঝলসানো রক্তপাতের নির্মম স্রোতে পুড়েছে যে শরীর
সেখানেই একটুকু তরুছায়া সত্যি কি মেলে?
অথচ সেই এখানেই--
বসন্তের বাতাস পাবে ভেবে আলাদিনের আশ্চর্য প্রদীপ বানিয়ে নিলে!


এই যে আকাশ এই যে বাতাস,দেখো চেয়ে
কিছু পাখি আজো উড়ে চলে ডানা মেলে
খোঁজ নিলে জানা যাবে খাঁচা ভাঙ্গা পাখিটিও উহাদের দলে
সেই যে গেড়েছে ঘাঁটি দূরের ওই বন্দরে
আর কি পথের বাঁকে কাঙ্খিত বৃষ্টি হয়ে ঝরতে পারে?
হতে পারে কোনো একদিন,বারুদের গন্ধ মেখে গেয়েছিলো কিছু রূপোলী গান
তার মানে এই তো নয়,এখনো শুনিয়ে যাবে পুরোনো সে নূপুরের ছন্দের তান
তাই আর কেন সমুদ্রের তুফান চুমুকে হারিয়ে যাওয়া?
এসো হাত ধরো আমায়,কবিতায় হোক পথ চলা।
---------------------------------------------১৯/৯/২০২১-অবুঝ মন-