***এটাই বিশ্বাস***
সাহারার বুক জুড়ে যদি দেখো জ্বলছে আলো
তখন কি ভাবে মেলাবে?
"আমার হাত ধরে নিয়ে চলো--------"
বিচিত্র এ পৃথিবী,বিচিত্র মানুষের মন
একটু হলেও,কেউ না কেউ ছুঁতে চায় বেলা শেষের রোদ
আবার কেউ বা ছুঁড়ে দিতে চায় রক্ত করবীর ঢেউ!
তবুও পাতা ঘেঁটে দেখো,কেউ না কেউ জীবন ছুঁয়ে যায়
বালি খুঁড়ে তুলে আনা স্বচ্ছ জলের মতন।
----------------------------------------
-৯/১/২০২১-অবুঝ মন-
----------------------------------------
   ***এইতো ভাবের খেল***
তৃষ্ণার উষ্ণায়নে কাচের চরাচর
কি হবে আর আল্লাদী রোদ কুড়িয়ে?
সময়ের হাত ধরে সবকিছু যায় ভেসে গঙ্গার জলে!


ফিরে আসা বলুন কিংবা ফিরে দেখা,কেবলই বচনে বিভেদ
মিষ্টি জলের সাথে নোনা জল মিশে গেলে যা হয় আর কী
চিড় ধরা আয়নার সাথে কখনো কি ঘর বাঁধা যায়?


জোড়াতালি দিয়ে চললে ভালো,না চললে---?
পোড়া পোড়া গন্ধ বের হবেই বের হবে
না চাইলে ও সন্ধে নামবে চেনা শহর জুড়ে।


উপসংহারে লেখা থাকবে হৃদয়ের সহাবস্থানের অভাব।
---------------------------------------------
৯/১/২০২০-অবুঝ মন-