এটাই কি যুদ্ধ জয়?
           ।।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
কোথাও একটা তীব্র সন্দেহ দানা বাঁধছে
ঝুর ঝুর করে ঝরে পড়ছে বাঁধ
হাল ছাড়া মনোভাব,কি বোঝাতে চায়?
তোলপাড়,চিৎকার,কলরব যাই হোক
ভাঁড়ার পূর্ণ হতে দেরি নেই আর
জোয়ারের জল ঢুকছে যে হু হু করে
শিবের গাজন শুনিয়ে কি তলে তলে বিদায় দিতে চায়?


প্রহসনের জ্বলজ্বলে রঙ-মশালে
একে একে সব কিছু পেয়ে যাচ্ছে ছাড়
দমকা বাতাসের ভার,অশনি সংকেত হানছে আঘাত
ক্রমশঃ শিহরে শমন জারি
এ কি সুনিপুণ যুদ্ধ যুদ্ধ কৌশল?দায়িত্বের পাশা খেলা চাল
শিবের গাজনই হাতিয়ার,নিদারুন ভয়ানক ঢাল।


চমকের রোশনাই না ধমকের গীত কোনটা যে ঠিক?
কাঠফাটা রোদে যাক পুড়ে খড়কুটো আছে যতো
চাঁদ যতো দিক না আলো তাতে কি?গড়াগড়ি যাক ধুলোয়
চেয়ার হয়েছে শক্ত,থাক পাশে হায়না গুলো
ছড়িয়ে ছিটিয়ে কিছু দিলে,যারাই থাকবে তারাই বাজাবে ধামা,কুলো
জোয়ারের জল ঢুকে যে পড়েছে উদরের ভিতরে
এবার একে একে সব কিছু দাও খুলে
শিবের গাজন শুনিয়ে,সুকৌশলী চালে বিদায়ের পথ কি দেখিয়ে দিলে?
---------------------------------------------
১৫/৫/২০২০-অবুঝ মন-