লাশের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলো হায়না
আগুন জ্বালাতে চেয়ে মুখোশের বাজার হলো রমরমা
ইন্দনের যতটুকু প্রয়োজন তার একটুও অভাব ছিলো না
কুচকাওয়াজের নিয়ম দেখে প্রশ্রয় উঠলো বেজায় তেতে
এ কী কান্ড মদতের জয়জয়কার!
আর দেরি নয় বেঁচে থাক অন্ততঃ কিছু আশা ভরসা
দুম ফটাফট দুম--গনতন্ত্র বাঁচানোর ঝাঁঝালো আওয়াজ!
আর তো কিছু করার নেই ততক্ষণে ঘটে গেছে যা কিছু ঘটার
ভেসে আসে তীব্র হাহাকার শুধু বুকভাটা কান্নার স্বর।
এখানেই শেষ নয়,এবার শুরু হলো নতুন যাত্রাপালা তর্ক বিতর্ক জমজমাট
ভেবে আর লাভ কি?এটাই তো চেয়েছিলো হায়না।
---------------------------------------------
১২/৪/২০২১-অবুঝ মন-