বলেছিলে বটে,এই হাতে হাত রেখে
দেখো,এবার কথার নড়চড় হবে না আর
বিকেলে ভোরের ফুলের সুমধুর ছোঁওয়া
মুক্ত আভা জল থৈ থৈ ভরা সরোবর
ফাগুন রাঙা বৃষ্টির টুপ টুপ ঢেউ খেলে যায়
হৃদয়ে তখন পাগল হাওয়ার উছল জোয়ার।


তোমাকে আগলে রেখেছে প্রেমময় দুটি চোখ
পর্বত শিখরে চাঁদের গভীর আকর্ষন
গোলাপ ঠোঁটের উষ্ণ আহ্বান
বিরামহীন আনন্দে উদ্বেল ফুসফুস
আমি চিনচি সবচেয়ে দামি মধুর আলাপন
এ হেন ক্ষণ মনে হলো জন্ম জন্মান্তরের পরিচয়।


ঠিক এমন সময় মেঘের পাহাড় ধরলো ঘিরে
কিছু বুঝে ওঠার আগেই,ভীষণ বজ্রপাত!
অভ্যেস বসে হোক,কিংবা অনিচ্ছুক শীতঘুম
সন্ধ্যা ঘনিয়ে আঁধারের কালো ছায়া নামলো
কি করে বুঝবো সেই অমানিশা অন্ধকার--
আবেগহীন স্রোতে আস্তে আস্তে ছেয়ে ফেলবে সমগ্ৰ আকাশেকে?
---------------------------------------------
১১/১১/২০২০-অবুঝ মন-