প্রকৃতির এ-রূপ তো দেখিনি আগে!
ঝরছে আগুন গোলা রুদ্রের রাগে--
খাঁ খাঁ মাঠ ঘাট-পথঘাট ও শুনশান,
চুপচাপ চারিধারে-মনে হয়--
শ্মশানের দাবদাহ বিরাজে।
উফঃ কি ধ্বংসাত্মক মহাশক্তি!
দাপায় গুন্ডারাজে-যেন মনে হয় -
রাম ও রাবণ রণভূমে যুদ্ধে রয়েছে রত,
আর ফোঁস ফোঁস ফণা তুলে --
আগুনের ফুলকা ছটায় অবিরত।
বিপদ যে আসছে নেমে-ধরণীর প্রতি কোনে--
অরাজক বদ্ধভূমে-বৃক্ষ নিধনের সুস্পষ্ট ছাপ,
বাড়ায় উত্তাপ-সমগ্র স্নায়ুতন্ত্র জুড়ে--
আতঙ্ক ছড়ায়ে-রক্তের ভিতরে বিরাজমান দাবানল জ্বলে।
-------------------------------------
২২/৫/১৯