তোমার ডাকে সাড়া দিতে --
কখনো পিছপা হয়নি সবুঝ মন,
অথচ সেই তোমাকে --
ধারে কাছে পেলে মনে হয় কত অচেনা।
অজানার ইতিহাস ---
মুখ তুলে চেয়ে থাকে চোখের দিকে,
নির্বাক বিস্ময়ে--
হতবাক হয় হৃদয়ের হৃদস্পন্দন।


মনকে বোঝার----
ক্ষমতার সীমানা কতটুকু,
সেটা ভালো মতই জানে---
নীরব আকাশ -বাতাস।
তবুও বোঝার পাতায় ---
ঝরে পড়ে 'অলক ঝরা',
সুপ্ত বাসনা লুকায়---
মনমাঝির গোপন সংবাদে।
----------------------------------------------