বল না সখি বল
-----------------------------------
মেঘলা আকাশ মুছে দিতে
বৃষ্টি যখন এলো
ভেসে ওঠে অশ্রু সাগর
হঠাৎ এ কী হলো!
বেশ তো ছিলো শান্ত ধারা
স্রোতস্বিনীর ঢল
বল না সখি নামলো কেন?
তোর চোখেতে জল
নৌকো বুঝি ডুববে এবার
করছে টলমল
তোর মনেতে কি চলছে?
বল না সখি বল।
---------------------------------------
         জেনে রেখো
সাড়া দেওয়াটা সবটাই আবেগ নয়
ভরসার স্থল এটা জেনে রেখো
কথামালা শুধু কথা নয়
হৃদয়ের প্রেম সেখানে নিহিত।
আর সেই পুরোনো রেওয়াজ
ঘরে ফেরার তাড়া
সে তো পাষাণের রূপান্তর--
এটা না মেনে উপায় কি বলো?
----------------------------------------
২৯/১২/২০২১-অবুঝ মন-