যে মন পুড়ছে রোজ
কে বা তার রাখে খোঁজ?
খেলাটা খেলে যে
মজাটাই বোঝে সে
হোক তা নতুন কিংবা অতীত স্মৃতি
মুখোশের জোয়ারে ঢাকা পড়ে প্রেম-প্রীতি
তবুও ভিড় করে আপোষের গন্ধ
সোহাগের পাপড়িতে লুকিয়ে দ্বন্দ্ব!


ইচ্ছের ঘুড়ি টাকে লাটায়ে জড়িয়ে
পারিজাত মনটাকে রাখা চাই বাঁচিয়ে
সত্ত্বার ঢেউটুকু আগলিয়ে রেখে বুকে
'মরচে ধরা রোদ ডিঙিয়ে'জীবনে বাঁচো সুখে।
---------------------------------------------
৩/১/২০২১-অবুঝ মন-