বিদায়ী গান শোনানোর আগে যে তির বেরিয়ে গেছে--
তার কথা কি করে বেমালুম ভুলে গেলে?
না হয় সংকল্পের সুদৃঢ় কাঠামোর অভাব ছিলো
তাই বলে যান্ত্রিক কুলীন ছবি উজ্জল হলো!
বিবর্তনের দোষ কি ছিলো বলো?
কালান্তরের প্রেক্ষাপটে যে বীজ পোতা আছে-
সে তো চাইবে সালোকসংশ্লেষের মোচড়ে ক্লোরোফিল পূর্ণমাত্রায় শোষিত হোক
বুঝবে কি করে ধ্বসা রোগে শিকড়টা আগেই গেছে ছিঁড়ে?
তাই আবেদন বলো কিংবা,
অনুরোধের ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে শুধু এটুকুই বলে যেতে চাই-
এ নূজ পৃথিবীর বুকে সাপলুডু খেলা বন্ধ হোক চিরতরে
দেখা দিক ভুবন ডাঙ্গার মায়াময় জোছনা বিবেকের নির্মেদ কোরক,তেজস্বী সূর্য
মুছে যাক ব্যবধানের গিরিখাত,ঘোলা জলের অতল সুমুদ্র।
---------------------------------------------
১৭/১০/২০২০-অবুঝ মন-