মহুয়া ফুলের মিষ্টি গন্ধে
আকাশ আর মেঘে ঢাকলো না
কথা রেখে সাড়া দিলে
শেষ হলো নিশি রাতের তারা গোনা
যাক তাও বা কম কিসের
তোমার আকাশটা পরিষ্কার হলো বলে
এভাবেই কিছু জোছনার আলো মাখা যাক
আজ আর কোন কথা নয়
"আমার দীপ নেভানো রাত"এখানেই চাপা থাক।


ভুলের চোরাবালিতে
হারিয়ে যাওয়ার আর নেই ভয়
এ মধূ লগন বয়ে যাক,অসীমের পথ ধরে
ভালোবাসা বাসা বাধুক অন্তরে অন্তরে
না থাকবে না,এখানে কোন শারীরিক আকর্ষণ
বসন্তের উপবোনে বারানসি ডাকুক না ক্ষতি কি?
এমনি করে হয়ে যাক পার বাকিটা জীবন
আসুক ফিরে জীবন দুয়ারে
অনেক চেনা সেই স্রোত,এবার হাতটি ধরো।
------------------------------------------
৭/২/২০২০-অবুঝ মন-