।।বন্ধু তোমরা ওঠো-জাগো নতুন সুরে।।
                ।।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
জানি বন্ধু জানি,অন্ন বস্ত্র বাসস্থানে বড়ই আঘাত
কার অভিশাপে ঘটে গেল এমন দুর্জয় পরমাদ?
একেবারে বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দিলো!
মাথার ঘাম পায়ে ফেলা,যোগানো রুটি এ কি দাম পেলো?


আবেগ জড়িয়ে ধরে বলছি বন্ধু তোমরা যেথায় আছো যেমন
অন্ধকার ঘুচিয়ে এবার আলোকের পথে হও উত্তোরণ
তছনছ মসনদে আবারো ফুটবে নতুন সূর্যমুখী
থেমে থাকা নয় এগিয়ে চলো বন্ধু থেকো না আর মন দুঃখি।


রক্ত নদীতে সাঁতার দিলে কাটবে না অমানিশা রাত
গোদের উপর বিষফোঁড়া,ঝটপট সরিয়ে নিলে ঝরবে আশীর্বাদ
কাঙ্গাল শকুনের ভিড়ে যেও না যেন তোমরা  হারিয়ে
চরিত্র গোলাপে মানুষকে ভালোবাসো সব বাঁধা সরিয়ে।


বন্ধু তোমরা এবার ওঠো,জাগো নতুন করে নতুন  সুরে
সন্ধারা ঠিক ঘুমিয়ে পড়বে জয়ের প্রসাধনী ঢেউয়ের জোয়ারে।
---------------------------------------------
২৪/৫/২০২০-অবুঝ মন-