সুরেলা বাঁশির সুরেও,যদি জেগে ওঠে মিছরির ছোরা
অথবা সুকৌশলী পাশাচালের শাণিত মোড়ক
তখন ইচ্ছেরা স্বভাবতই নিঃশব্দে ঘুমিয়ে পড়ে
এতে ভাবতে পারে যে কেউ,'আমাকে জানালে না'
তাতে খুব একটা দোষ দেখি না।


শিকড়ে ভাটার প্রাদুর্ভাব দেখা দিলে-
খুঁচিয়ে ঘা করার দরকার কি আছে?
কিংবা বিচলিত হয়ে পড়ার কি খুবই প্রয়োজন?
বরং স্মরনের পাতা আগাগোড়া খুঁজে নিক কলমের ডোগা
বেঁচে থাক আশ্রয়,গড়ে উঠুক হাজারো কবিতা।
--------------------------------------------
১৬/১/২০২১-অবুঝ মন-