এই যে আছে বলে সতর্ক সাইরেন
কোনো কিছু পাঠানোর দরবার
না থেকেও যে ঘূর্ণি হাওয়া বয়ে যায়
সেদিকটা কি নেই প্রয়োজন মাথা ঘামানোর?
বরং বেড়া নয় খোলামেলা পোশাকের দরকার
তা সে যে চোখেই দেখা হোক না কেন--
পারস্পরিক মেল বন্ধন খুবই প্রয়োজন
এভাবেই গড়ে ওঠে ভিত,বিশ্বাস হয় না ফতুর।


পিছনের দরজা যে নেই এ কথাও বলবো না
তবে তা যে খুবই নড়বড়ে,নড়েচড়ে
দেখছো কোথাও কিছু নেই
অথচ সব সপ্ন একলহমায় চুরমার হলো লীন
তখন এগোনো বলো আর পিছিয়ে আসা--
দুদিকেই লাভার গলিত ধারা--ভয়াবহ মৃত্যু গহ্বর!
-----------------------------------------
৩০/৯/২০২১-অবুঝ মন-