এ যে একেবারে বাস্তব ছবি,
ভিমরুল চাকে জমেছে --
যে নানান উইপোকা ঢিবি।
না কাটি নয়, ধুনোর আতর গন্ধ
ভূতের মতো তাড়িয়ে বেড়ায়,
যৌবনে যা ছিল লুকিয়ে অন্তরে---
প্রকাশে ছিল যে অনেক বাঁধা।
আজ হাতে আছে ক্ষমতা--
বেরিয়ে আসছে অতি সহজে,
বিষ দাঁত ধারালো নখর।
অনেক পূর্ণ করছে যে, সমাজের বুকে
আর প্রয়োজন নেই,
তাই চাইছে পেতে- সুন্দর সমাধি বানাতে--
যেন মুখ না, মুখোশের বেড়াজাল,
ছড়িয়ে পড়ছে দিকে দিকে কঙ্কাল।
মানবতা তাই আজ, এতো দিশেহারা
যেখানেই যাক, যেদিকে তাকাক--
আসছে যে তেড়ে-খালকাটা কুমিরের দল,
বেরিয়ে পড়েছে যে-
অতি-সহজিয়া-ঝোলা থেকে বিড়াল।
-----------------------------------------
১/৬/১৯-'হে চলমান এনসাইক্লোপিডিয়া' ( কবি রণজিৎ মাইতির কবিতায় , কমেন্ট দিতে গিয়ে এই লেখা)-১/৬/১৯