নাড়ানাড়ি ঘিরে ইচ্ছের বেসাতি জোয়ারে ঠিকানার বদল হলো বলে--
দু-নৌকায় চলা পথ সহজ হলো!
অথচ কালের প্রতীক্ষায় যে পথ মাড়িয়ে কিছু কথা হলো বিনিময়
সেখানের খোঁজ ঝিমিয়ে গেলো!


জানি তোমার সাজানো শহর জুড়ে ব্যস্ততার বহর বেড়েছে আজ
তাই বলে পাগল হওয়ার এতোটাই যোগাড়!
সেই যে আমার এই পথ চলাতে আনন্দ মনে করে বেয়ে ছিলে উজান খেয়া
সবটাই ছিলো কি ঠুনকো কাঁচের দেওয়াল মনে হয়?


ক্ষণিকের উন্মত্ততায় মত্ত হয়ে যা দেখিয়ে পাগল হওয়ার গল্প শোনালে
ভাবলে না একবার তাঁর চারপাশে কতোটা জমতে পারে ধকলের বিবর্ণ ধূলো?
------------------------------------------
শুভ সকাল-১/৮/২০২১-অবুঝ মন-